
সংবাদ সংস্থা, ঢাকা : এবার আগুনে পুড়লো বাংলাদেশে (Bangladesh) চট্টগ্রামের (chottogram) টায়ারের গুদাম। চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট এলাকার রেললাইনের পাশে ওই টায়ারের গোডাউনে আগুন লাগে।
এ কারণে বেশ কয়েকঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকল বিভাগের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
দমকল বিভাগের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, দেওয়ানহাটে একটি টায়ারের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টশন থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরো বলেন, তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দমকল বিভাগের কর্মীদের সঙ্গে স্থানীয় জনতা আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। এদিকে রেললাইনের পাশে ওই গুদামটিতে আগুন লাগায় সারা দেশের সঙ্গে বেশ কয়েকঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এ ছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।