পাথারকান্দির ১৪টি স্থানে পাকা সেতু নির্মাণের খবরে উচ্ছ্বসিত জনতা

পাথারকান্দি, ৯ মে : পাথারকান্দি বিধানসভা এলাকায় লঙ্গাই নদী সহ পূৰ্ত সড়কের উপর ছোট-বড় ১৪টি পাকা সেতু মঞ্জুর হওয়ার খবরে বেজায় উচ্ছ্বসিত এলাকাবাসী। কেননা বিগত দিনে ওই সব স্থানে কোনও স্থায়ী সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার জনগণকে। এবার এলাকার বিধায়ক কৃষেন্দু পাল রাজ্য সরকারের কাছ থেকে এক সাথে ১৪টি ছোট-বড় সেতু মঞ্জুর করিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এই খবর মঙ্গলবার পাথারকান্দিতে পৌঁছলে সোশাল মিডিয়ায় তোলপাড় লেগে যায়। সবাই বিধায়কের কাজে প্রশংসায় পঞ্চমুখ। খুব শীঘ্রই এই সেতুগুলির কাজের শিলান্যাস হবে বলে খবর পাওয়া গেছে। মঞ্জুরকৃত স্থানগুলোর মধ্যে রয়েছে সোনাখিরা ভুবরিঘাট থেকে আদমটিলা, চাঁদখিরা থেকে কটাবাড়ি, কুকিতল থেকে কারখানা পুতনি, সলামনা থেকে কদমতলা, নালিবাড়ি থেকে মন্ত্রীগ্রাম, পেঁচারঘাট থেকে আসাইঘাট এবং শিবেরগুল রোড। উল্লেখ্য, নির্ধারিত পিন পয়েন্টগুলোর মধ্যে একাধিক সেতুর অনুমোদন রয়েছে।