করিমগঞ্জ ১ নং ওয়ার্ডে ৩টি রাস্তার কাজের সূচনা

করিমগঞ্জ : মানুষ যেভাবে ভরসা রেখে করিমগঞ্জ পৌরসভায় বিজেপিকে ক্ষমতায় আসীন করেছেন, সেই ভরসার পূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টায় ব্রতী হয়েছে বিজেপি৷ বিজেপি পরিচালিত পৌরবোর্ড ও পৌর এলাকার জনগণের বিশ্বাসের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে শহর এলাকার যোগাযোগ ব্যবস্থা সহ জল নিষ্কাশন ব্যবহার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে৷ সেইসঙ্গে শহরকে আবর্জনামুক্ত করে সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে বোর্ড৷
রবিবার পৌরসভার ১ নং ওয়ার্ডে ৩টি রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য৷
তিনি বলেন, ২৭টির মধ্যে ২৩টি ওয়ার্ড দখল করে নজির গড়েছে বিজেপি৷ বলেন, আগিমীদিনে শহরের চেহারা আরও পাল্টাবে৷ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে৷
শহরের সেটেলমেন্ট এলাকায় ২০২০-২১ অর্থ বছরের পঞ্চদশ অর্থ কমিশন থেকে ৫ লক্ষ টাকা অর্থ ব্যায়ে একটি বাইলেন রাস্তার তথ্যফলক উন্মোচন করে সুব্রত ভট্টাচার্য বলেন, বিজেপি আছে বলেই এতসব উন্নয়ন হচ্ছে৷ অতীতে এভাবে কাজ হয়নি৷ পৌরসভার এই প্রচেষ্টাকে সফল করে তুলতে পৌর নাগরিকদেরও সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করেন জেলা বিজেপি সভাপতি৷
ASTC Chairman মিশনরঞ্জন দাস বলেন, বিজেপির কথায়ও কাজে মিল রয়েছে৷ অন্য রাজনৈতিক দলের মতো বিজেপি শুধু মাত্র প্রতিশ্রুতি দিয়েই বসে থাকে না৷ প্রদত্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে৷
রাজ্যের প্রথমসারির কয়েকটি শহরের মধ্যে করিমগঞ্জের নাম তালিকাভুক্ত করার লক্ষ্যে বিজেপি পরিচালিত পৌরবোর্ড কাজ করে চলেছে বলেও উল্লেখ করেন মিশনরঞ্জন৷
পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব বলেন, আগামী ৫ বছরে শহরকে নবরূপে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে৷
এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কমিশনার পম্পা মালাকার, শিবু মালাকার সহ অন্যরা৷