নৈশ বাস থেকে উদ্ধার কোটি টাকার ড্রাগস, ধৃত তিন

কালাইন : ড্ৰাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। এই অভিযানের অঙ্গ স্বরূপ শনিবার রাতে কাছাড় জেলার কালাইন থানার অন্তর্গত দিগরখালে শিলচর থেকে গুয়াহাটিগামী একটি নৈশ বাসে হানা দিয়ে পুলিশ উদ্ধার করেছে কয়েক কোটি টাকার হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের অভিযোগে তিন যাত্রীকে পুলিশ গ্ৰেফতার করেছে।
জানা গেছে, গোপন সূত্ৰে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের এক দল দিগরখালে এআর ১৬ এ ৪০১৪ নম্বরের গুয়াহাটিগামী একটি নৈশ বাসে অভিযান চালায়। অভিযানে বাসের তিন যাত্ৰীর হেফাজত থেকে ৩২টি সাবানের কেস থেকে ৩৮২ গ্ৰাম হেরোইন এবং কয়েকটি প্যাকেট থেকে ২০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে।
মাদক দ্রব্য পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে রমিজ উদ্দিন শিকদার, হাবিল উদ্দিন শিকদার এবং আফজল হুসেন নামের তিন ড্রাগস পাচারকারীকে। ধৃত তিনজন বরপেটা জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।