Barak Valley

এএসটিসি স্টেশন চত্বর ও ইয়ার্ড সংস্কারে ৪৭ লক্ষ টাকার কাজের শিলান্যাস

নিয়মবহির্ভূতভাবে নিযুক্তিপ্রাপ্ত ৭৭১ কর্মীকে ছাঁটাই করা হয়েছে : মিশন

করিমগঞ্জ : এএসটিসি স্টেশনের উঠোন ও ইয়ার্ড সংস্কারের জন্য ৪৭ লক্ষ টাকা মঞ্জুর করিয়েছন বিভাগের রাজ্য চেয়ারম্যান মিশনরঞ্জন দাস৷ শনিবার এক সভার মাধ্যমে কাজের শিলান্যাস করেছেন তিনি৷ বক্তব্য রাখতে গিয়ে এএসটিসি-র দুর্বিষহ চেহারা তুলে ধরেন মিশনবাবু৷ ধীরে ধীরে এএসটিসি দৈনদশা কাটিয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি৷

ধীরে ধীরে পরিবহণ নিগমের দৈনদশা কাটছে, দাবি মিশনরঞ্জনের

আন্তর্জাতিক মানের প্রাইভেট কনসালটেন্সি বিভাগ KPMGK দিয়ে রাজ্যের প্রায় ৫০টি ASTC campus-র জমির survey করানো হয়েছে৷

শনিবার এএসটিসি স্টেশনে কাজের শিলান্যাস করেছেন তিনি৷ এ নিয়ে সভার আয়োজনও হয়৷ সভায় পৌরপতি রবীন্দ্র দেব, উপ-পৌরপতি সুখেন্দু দাস, ডিএসএ সম্পাদক সুদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক নির্মল বণিক, শহর মণ্ডল সভাপতি কিশোর দে প্রমুখ উপস্থিত ছিলেন৷ অনুপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ও নগরোন্নয়ন বিভাগের চেয়ারম্যান দেবব্রত সাহা৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে মিশনবাবু বলেন, করোনার সময় বাস চলাচল না করায় অনেকগুলি বিকল হয়ে গেছে৷ এএসটিসির আওতায় থাকা বাসের মালিকরা তখন এগিয়ে আসেন৷ এএসটিসির অবস্থা খুব একটা ভালো ছিল না৷ আমি দায়িত্ব নেওয়ার পর থেকে হাল ফেরানোর চেষ্টা করছি৷ বর্তমানে হৃতগৌরব ফিরে পাওয়ার পথে রয়েছে এএসটিসি, মন্তব্য করেন মিশন রঞ্জন দাস৷

Show More

Related Articles

Back to top button