Barak Valley
করিমগঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ ও ২৫ জুন ছুটি ঘোষণা

করিমগঞ্জ : করিমগঞ্জের জেলা আয়ুক্ত রবিবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ ও ২৫ জুন ছুটি ঘোষণা করেছেন। আদেশে বলা হয়েছে অপরিবর্তিত বন্যা পরিস্থিতিতির পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে ২৪ ও ২৫ জুন করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে পূর্বনির্ধারিত সুচি অনুসারে কোন পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30(2)(v) ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২৬ জুন থেকে বন্যা পরিস্থিতির যদি অবনতি না হয় তবে ওই দিন থেকে যথারীতি পাঠদান শুরু করা হবে।