EntertainmentOthers
করিমগঞ্জ কলেজে মায়রা ক্রিয়েশনের উদ্যোগে ইন্টার কলেজ সৌন্দর্য প্রতিযোগিতা “Miss & Mr Barak Nationwide”

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১৪/১২/২২ ইং তারিখে করিমগঞ্জ কলেজে মায়রা ক্রিয়েশনের উদ্যোগে ইন্টার কলেজ সৌন্দর্য প্রতিযোগিতা “Miss and Mr Barak Nationwide” থিম saluting local weavers. ইচ্ছুক ছাত্র/ছাত্রীরা অডিশনে অংশগ্রহণ করতে পারেন, বিজয়ীদের জন্য প্রায় ৬০০০০ টাকা সহ ক্রাউন, স্যাশ, সার্টিফিকেট, আরও অন্যান্য সুযোগের ব্যবস্থা রয়েছে। মুল পর্ব অনুষ্ঠিত হবে শিলচর বঙ্গভবনে, ইচ্ছুক প্রার্থীরা 9395235488 এই নম্বরে নিজের নাম হোয়াইটসএপ এর মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করার জন্য বলা হচ্ছে।
স্থান – করিমগঞ্জ কলেজ
রিপোর্টিং টাইম – ৩.৪০ বিকেল
তারিখ -১৪/১২/২২
ড্রেস কোড – কালো জিন্স এবং লাল টি-শার্ট (ছেলে এবং মেয়ে)
Note: Advertisement