বেতন বৃদ্ধির দাবিতে করিমগঞ্জ জেলা টিউটর সংস্থার সভা

করিমগঞ্জ : সরকার প্রতিটি বাজেট অধিবেশনে রাজ্যের সকল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করছে৷ অথচ টিউটরদের বেতন বৃদ্ধির কোনও পরিকল্পনা আজ পর্যন্ত গ্রহণ করেনি৷ রবিবার করিমগঞ্জে অনুষ্ঠিত জেলা একোমোডেট টিউটর সংস্থার সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন সংস্থার কর্মকর্তারা৷
তাঁরা বলেন, শিক্ষকদের সমহারে সব দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন টিউটররা৷ বিনিময়ে বেতন পাচ্ছেন অতি সামান্য৷ এতে যাতায়াত ভাড়া দিয়ে নিয়মিত স্কুলে পৌঁছে পাঠ দান করে পেটের ক্ষুধা নিবারণ তো দূরের কথা৷ ছোট শিশু লালন-পালনের জন্যও যথেষ্ট নয়৷ সবদিক বিবেচনা করে আপাতত সমগ্র অসমের টিউটরদের জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিতে বেতন বৃদ্ধি করে দিতে তাঁরা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রণোজ পেগুর কাছে আর্জি রাখেন৷
রবিবার করিমগঞ্জ জেলা একোমোডেট টিউটর সংস্থার জরুরি সভা শহরের নগেন্দ্র নাথ স্কুলে অনুষ্ঠিত হয়৷ সভাপতি আব্দুল হামিদের পৌরোহিত্যে সভায় টিউটর সংস্থার সম্পাদক শতদীপ চক্রবর্তী সভার উদ্দেশ্য ব্যাখ্যা করার পাশাপাশি সমগ্র অসমের একোমোডেট টিউটরদের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে টিউটরদের ন্যায়িক অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করা যায় তা নিয়ে অবগত করান৷ এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সভায়৷ মতামত প্রকাশ করেন উপস্থিত অনেকেই৷ উপস্থিত ছিলেন রাহুল রায়, হুবাইর আহমদ, আশিস নাগ, মিতালী পাল, সঞ্জীব দাস সহ অনেকে৷