১৪ সেপ্টেম্বর হাইলাকান্দিতে লোক আদালত

জনসংযোগ, হাইলাকান্দি, ৬ সেপ্টেম্বর : হাইলাকান্দির ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর হাইলাকান্দিতে লোক আদালত অনুষ্ঠিত হবে। হাইলাকান্দির জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গনে এই লোক আদালতের আয়োজন করা হয়েছে। এতে ব্যাংক বিদ্যুৎ এবং বিএসএনএল সম্মান দিয়ে মামলা এবং আদালতে বিচারাধীন মামলা আপোষ মীমাংসার দ্বারা নিষ্পত্তি করা হবে। যারা ইতিমধ্যে লোক আদালতের নোটিশ পেয়েছেন বা মামলা নিষ্পত্তির জন্য আগ্রহী তাদেরকে সংশ্লিষ্ট আদালতে বা অফিসারের সঙ্গে আগাম যোগাযোগ করতে বলা হয়েছে। লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব এক বিজ্ঞপ্তিতে লোক আদালতের মামলার নিষ্পত্তি করতে ইচ্ছুক ব্যক্তিদেরকে সহায়তার জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন। এব্যাপারে আইনি সহায়তার জন্য আজিজুর রহমান লস্কর (9854468517) এর সঙ্গে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।।