Barak Valley
দূরদর্শনের সেট টপ বক্সে টিভি চ্যানেল বিনামূল্যে উপলব্ধ

জনসংযোগ, হাইলাকান্দি, ৩০ আগস্ট : প্রসার ভারতী পরিচালিত সেট টপ বক্স মারফত দূরদর্শনের ৩৮১ টি টিভি চ্যানেল এবং ৪৮ টি বেতার কেন্দ্রের (রেডিও) সিগন্যাল বিনামূল্যে পাওয়া যায়। এই সিগন্যাল দেশের সমগ্র এলাকায় এবং প্রত্যন্ত এলাকায়ও বিনা মূল্য উপলব্ধ রয়েছে।
প্রসার ভারতীর চেয়ারম্যান স্বাক্ষরিত জনস্বার্থে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিনামূল্যে এই টিভি চ্যানেল এবং রেডিওর সিগন্যাল পেতে হলে দেড় হাজার টাকা খরচ করে একটি ডিডি ডিশ সেট টপ বক্স এবং ছোট সাইজের ডিস এন্টেনা কিনতে হবে। তবেই দেশের যে কোন স্থান থেকে এমন কি অত্যন্ত এলাকায়ও দূরদর্শনের চ্যানেল গুলি উপলব্ধ হবে। ব্যয়বহুল মিডিয়া প্লেট ফরম প্রাইভেট ডিটিএইচ, কেবল কানেকশন এবং ওভার দা টপ (ওটিটি) ইত্যাদি থেকে জনসাধারণের খরচ কমাতে প্রসার ভারতী এই সুবিধা দিয়েছে বলে জানানো হয়েছে।