Barak ValleyAssamNorth-East

‘যুব সংবাদ-ইন্ডিয়া’র জন্য আবেদন আহ্বান করিমগঞ্জের নেহরু যুবকেন্দ্রের

জনসংযোগ, করিমগঞ্জ : দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ আজাদি কা অমৃত মহোত্‍সব উদযাপনের পাশাপাশি সংস্কৃতি ও কৃতিত্বের গৌরবময় ইতিহাস স্মরণ করছে। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী পঞ্চপ্রাণের মন্ত্র ঘোষণা করেছিলেন। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সংস্থা নেহরু যুবকেন্দ্র সংগঠন ১ মে থেকে ৩০ জুন পৰ্যন্ত সারা দেশের সমস্ত জেলায় কমিউনিটি ভিত্তিক সংস্থাগুলির (সিবিও) মাধ্যমে ‘যুব সংবাদ-ইন্ডিয়া@২০৪৭’ প্রোগ্রামের আয়োজন করছে।

জেলার বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সংস্থার সহযোগিতায় জেলা পর্যায়ে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে যারা পঞ্চপ্রাণের সাথে সামঞ্জস্য রেখে দেশের ভবিষ্যত সম্পর্কে একটি ইতিবাচক বক্তৃতা তৈরি করতে নেহরু যুব কেন্দ্রকে সহায়তা করবে। এই অনুষ্ঠানে পঞ্চপ্রাণ নিয়ে বিশেষজ্ঞ ও বিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৫০০ জন যুবক-যুবতীর অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব চলবে। আয়োজক সিবিওগুলিকে অনুষ্ঠান আয়োজনের জন্য ২০ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করা হবে।

সিবিও যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা অরাজনৈতিক, নিরপেক্ষ হতে হবে এবং যুব সংবাদ অনুষ্ঠান পরিচালনা করার জন্য যথেষ্ট সাংগঠনিক শক্তি থাকতে হবে। সংগঠনগুলির বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা থাকতে পারবে না। অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতি জেলায় তিনটি সিবিও নির্বাচন করা হবে। আগ্রহী সিবিওগুলিকে মানদণ্ড পূরণ করে ২৯ মার্চের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদনপত্র জমা দিতে হবে বলে করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর এক বার্তায় জানিয়েছেন। আবেদনপত্র ও বিস্তারিত বিবরণ করিমগঞ্জের নেহরু যুব কেন্দ্রে পাওয়া যাবে। প্ৰয়োজনে ০৩৮৪৩-২৭৪১১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Show More

Related Articles

Back to top button