National

অমৃতসরের গ্রামে উদ্ধার পাক ড্রোন

অমৃতসর, ১২ নভেম্বর : পঞ্জাবের অমৃতসরের নেস্তা গ্রামে উদ্ধার হয়েছে পাক ড্রোন । গোয়েন্দাদের অনুমান ভারত সীমান্তে চিনা ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে পাকিস্তান। রবিবার সকাল ৯টা ৪৫ নাগাদ ওই গ্রামে তল্লাশি চালানোর সময় ড্রোনটি পুলিশ ও বিএসএফের যৌথ দলের নজরে আসে। একটি খামারের মাঠে সেটি পড়েছিল সেটি।

রবিবার এক পুলিশ কর্তা জানিয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং পঞ্জাব পুলিশের একটি যৌথ দল নেস্তা গ্রাম থেকে একটি ড্রোন উদ্ধার করেছে। সেটি চিনের তৈরি। গত শুক্রবারও বিএসএফ পঞ্জাবের তারন তারন জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে চিনে তৈরি একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করেছিল। সেদিনের পর ফের ড্রোন উদ্ধার হওয়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সীমান্তে। নাশকতা নাকি মাদক পাচার, কী উদ্দেশ্যে ড্রোন ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Show More

Related Articles

Back to top button