অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের বিধান সভা ভিত্তিক প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
জনসংযোগ, হাইলাকান্দি, ৯ ডিসেম্বর: অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অন্তর্গত আয়োজিত সাংস্কৃতিক মহাসংগ্রামের হাইলাকান্দি বিধান সভা ভিত্তিক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার হাইলাকান্দি রবীন্দ্র ভবনে বিভিন্ন ধরনের নৃত্য প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পড়ে।
এদিন হাইলাকান্দি বিধান সভার অন্তর্গত বিভিন্ন জিপিতে প্রথম পর্বে ২০ টি নাচের দল অংশ গ্রহণ করে। এদিন সকাল বেলা প্রতিযোগিতার সূচনা পর্বে সবাইকে স্বাগত জানান বিধান সভা ভিত্তিক চেয়ারম্যান গৌতম গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সদর এসডিও তথা হাইলাকান্দির খণ্ড উন্নয়ন আধিকারিক গৌতম প্রীতম মহন্ত,জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য,বিশিষ্ট লেখক সুশান্ত মোহন চাটার্জী, রজত চন্দ,সন্দীপন পাল প্রমুখ কে সংবর্ধনা জানানো হয়।
এছাড়াও প্রাক্তন বিধায়ক রাহুল রায়, জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর সহ বিশিষ্ট ব্যাক্তিত্ব রা উপস্থিত হয়ে সরকারের এই পদক্ষেপের সাধুবাদ জানান । এদিন পরম্পরাগত লোক নৃত্য ও বিহু নৃত্যে আনন্দের সাথে অংশ গ্রহণ করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজয়িরা। এদিন বিভিন্ন জিপি থেকে আগত বিজয়ী প্রতিযোগী দল কে প্রশংসা পত্র প্রদান করা হয়।
এদিন বিশেষ ভাবে প্রশংসিত হয় মনিপুরী নৃত্য, ধামাইল নৃত্য, ঝুমর নৃত্য সহ বিভিন্ন জন গোষ্ঠীও নৃত্য। আগামী ১১ নভেম্বর লালা উমেদ নগরের জেলা যোগী সম্মিলনীর কার্যালয়ে বিধান সভার বাদবাকি জিপির অনুষ্ঠান আয়োজিত হবে।লালায় একসাথে গান ও নাচের অনুষ্ঠান আয়োজন হবে। তাই ৮ ও ৯ ডিসেম্বর যারা অংশ গ্রহণ করতে পারে নি তাদের ও সেখানে অংশ গ্রহণ করা যাবে বলে আয়োজক দের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, উল্লেখ্য যে গত শুক্রবার হাইলাকান্দি রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার সূচনা হয়।পরবর্তীতে কাটলীছড়া ও আলগাপুর বিধান সভায় অনুরূপ ভাবে বিধান সভা ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা হবে।