আজ বরাকের ৩ জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
শিলচর : প্রবল বৃষ্টির কারণে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১ জুন বন্ধ থাকবে৷ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কাছাড় জেলা প্রশাসন ১ জুন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছুটি ঘোষণা করেছে শুক্রবার৷ এক আদেশ জারি করে জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান রোহন কুমার ঝা বলেন, কাছাড় জেলার অধীনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান (সরকারি-বেসরকারি) এদিন বন্ধ থাকবে৷ তবে নির্ধারিত সেমিস্টার এবং কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে৷ দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ধারা ৩০ (২)(৫)-র বিধান অনুসারে এই আদেশ জারি করা হয়েছে৷
একইভাবে, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার স্কুলগুলো শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে৷ তবে, এই ২ জেলায়ও নির্ধারিত সেমিস্টার এবং কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে৷