Others

আপনি কি জানেন কেন বাঁ হাতের কড়ের আঙুল দিয়েই দেওয়া হয় ভাইফোঁটা ?

নিউজ ডেস্ক : বোন বা দিদিরা বাঁ হাতের কড়ের আঙুল দিয়ে ভাইফোঁটা দিয়ে থাকেন। কিন্তু কেন এই আঙুল ব্যবহার করা হয় সেটা কী জানেন ? কড়ের আঙুল মহাশূন্যের প্রতীক। আমাদের হাতের আঙুলগুলোতে পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত্‍, ব্যোম অবস্থান করে। ব্যোম হচ্ছে কড়ের আঙুল। ব্যোম বলতে মহাশূন্যেকে বোঝানো হয়।

ভাইবোনের পারস্পরিক ভালবাসা যেন অসীম ও অনন্ত হয়, তাই এই আঙুলের ব্যবহার করা হয়। বাংলা পঞ্জিকা মতে, এ বছর ভাই ফোঁটা পড়েছে ১৫ নভেম্বর, বুধবার অথাত্‍ আগামীকাল।

জ্যোতিষ শাস্ত্র মতে, এই ভাবে ফোঁটা দিলে ভাইয়ের উন্নতি পাকা। বিস্তারিত দেখুন —

১. ভাইদের পূর্ব দিকে মুখ করে বসিয়ে তার পর ফোঁটা দিতে হবে।

২. ভাইয়ের কপালে যে চন্দন ব্যবহার করা হবে, সেই চন্দন অবশ্যই গঙ্গাজল অথবা গোলাপ জল দিয়ে তৈরি করুন।

৩. ভাইয়ের কপালে কেশর চন্দন একত্রে মিশিয়ে ফোঁটা দিন।

৪. ফোঁটা নেওয়ার সময় ভাই যেন অবশ্যই সুতির কাপড় দিয়ে তৈরি আসনে বসে।

৫. ফোঁটা দেওয়ার জন্য চন্দন, দই, শিশিরের জল এবং কালি অবশ্যই ব্যবহার করুন।

৬. ভাইকে ফোঁটা দেওয়ার আগে প্রদীপ দিয়ে আরতি করুন।

৭. ফোঁটা দেওয়ার আগে ইষ্টদেবতার কাছে ভাইয়ের মঙ্গলকামনা জানিয়ে পুজো করে তার পর ফোঁটা দিন।

Show More

Related Articles

Back to top button