করিমগঞ্জের নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য রেজিস্ট্রেশনের আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ : কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রালয়ের অধীনস্থ নবোদয় বিদ্যালয় সমিতির কমিশনার সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন পোর্টাল যোগে রেজিস্ট্রেশন করতে আহ্বান জানিয়েছেন।
জানানো হয়েছে, জওহর নবোদয় বিদ্যালয়ে বিনামূল্যে আধুনিক ও গুণগত মানের শিক্ষা প্রদান করা হয়।

তাই জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য বাছাই পরীক্ষায় বসতে ছাত্রছাত্রীদের অনলাইন পোর্টাল www.navodaya.gov.in ওয়েবসাইট যোগে রেজিস্ট্রেশন আগামী ১০ আগস্টের মধ্যে করতে হবে।
এতে উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ সালের বাছাই পরীক্ষার জন্য চলতি বছরের ৪ নভেম্বর শীতকালীন জেএনভি এবং ২০২৪ সালের ২০ জানুয়ারি গ্রীষ্মকালীন জেএনভি বাছাই পরীক্ষায় সমগ্র দেশে প্রায় ৩০ লক্ষ ছাত্রছাত্রীর নাম নিবন্ধনের আশা রয়েছে। এতে করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য বাছাই পরীক্ষায় বসার সুযোগ নিতে নির্ধারিত পোর্টালে নাম রেজিস্টার্ড করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।