EntertainmentBarak Valley
করিমগঞ্জে ঋত্বিজের চলচিত্র উৎসব উদ্বোধন শনিবার
করিমগঞ্জ : অন্যান্য বছরের মতো এবারও করিমগঞ্জে চলচিত্র উৎসব আয়োজন করেছে ঋত্বিজ সিনে আর্ট সোসাইটি৷ আগামী ২৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে করিমগঞ্জ চলচিত্র উৎসব ২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে৷ এবং সুজিত চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে৷ এবারের চলচিত্র উৎসব উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনিন্দ্য সেন৷ ঋত্বিজের আয়োজিত চলচিত্র উৎসবে ঋত্বিজের আজীবন সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি খ্যাতনামা ইতিহাসবিদ ও বুদ্ধিজীবি প্রয়াত সুজিত চৌধুরী স্মারক বক্তৃতা প্রদান করবেন অনিন্দ্য সেন৷ বিষয়ঃ অন্য জগতের চলচিত্র : কল্পবিজ্ঞানে উত্থান৷ ২৮-৩১ জানুয়ারি পর্যন্ত ২৪টি দেশ ও বিদেশের চলচিত্র প্রদর্শনী করা হবে৷ চলচিত্র দেখার জন্য করিমগঞ্জবাসীকে আহ্বান জানায় ঋত্বিজ সিনে আর্ট সোসাইটি৷