Barak Valley
করিমগঞ্জে নগদ সহ গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য
করিমগঞ্জ : করিমগঞ্জ শ্রীনগর কলোনির জনৈক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার রাতে হানা দেয় নিশিকুটুম্ব৷ বাড়ির সবাই তখন ঘুমাচ্ছিলেন৷ বুধবার সকালে গৃহকর্ত্রী দেখেন, যে দরজাটি সব সময় খোলা থাকে সেটি বন্ধ রয়েছে৷ পরবর্তীতে লক্ষ্য করেন দরজার একাংশ ভাঙা৷ বাড়ির সামনের দিকে লাগানো আছে সিসি ক্যামেরা৷ চোর সামনের দিকে প্রবেশ না করে পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে৷ সিসি ক্যামেরায় কোন ছবি ধরা পড়েনি৷ নগদ দু’লক্ষ টাকার পাশাপাশি ১৫ লক্ষ টাকার সোনার অলংকার হাতিয়ে নেয় চোরের দল৷ ঘরের পেছন দিয়ে চোর প্রবেশ করবে এটা কেউ ভাবতেই পারেননি৷ প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে? রাতে বাড়িতে লোক থাকা সত্বেও চোর হাতিয়ে নিচ্ছে সামগ্রী৷ তাহলে পুলিশ করছে কি?