Barak Valley

রামকৃষ্ণনগর-বিশ্ববিদ্যালয় বাস চালু

রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগর থেক আবি বাস পরিষেবা শুরু হল আজ থেকে৷ বিধায়ক বিজয় মালাকার ও ABVP রামকৃষ্ণনগর শাখার প্রচেষ্টায় এই প্রথম যাত্রা শুরু করবে বাসটি৷ আবি-র Student Union-র সভাপতিকে এক কৃতিত্ব দিলেন বিধায়ক৷

দীর্ঘ বছরে এই প্রথম রামকৃষ্ণনগর থেকে আবি পড়ুয়াদের জন্য বাস পরিষেবা চালু করা হয়েছে সোমবার৷ এদিন বিকেল আনুঃ ৪টায় রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, আবি-র Student Union-র সভাপতি সহ এলাকার বিশিষ্টজনদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে এর সূচনা করেন বিধায়ক বিজয় মালাকার৷ রামকৃষ্ণনগর এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য এই বিশেষ বাস পরিষেবা৷ প্রথম অবস্থায় সপ্তাহে ১দিন যাতায়াত করবে৷ আবি থেকে শনিবার আসবে এই বাস৷ রবিবার রামকৃষ্ণনগরে অবস্থান করে সোমবার রামকৃষ্ণনগর কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের আবি নিয়ে যাবে বলে জানা গেছে৷

এদিন বিধায়কের সঙ্গে ছিলেন জিসি কলেজের অভিজিৎ নাথ, রামকৃষ্ণনগর কলেজের সুরজিৎ চক্রবর্তী, আবি Union Secy. সৌরভ রায়, ভৈরবনগর মণ্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস, আশিষ রায়, বিশ্বতোষ সেন, সন্দীপ দত্ত৷

Show More

Related Articles

Back to top button