করিমগঞ্জে নালা নর্দমা ইত্যাদির জল প্রবাহ বাধা মুক্ত করতে নির্দেশ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার নালা নর্দমা ইত্যাদির স্বাভাবিক জলপ্রবাহ বাধা মুক্ত করতে নির্দেশ দিয়েছেন। আদেশে বলা হয়েছে, পরিলক্ষিত হচ্ছে যে জাতীয় সড়ক, রাজ্যিক সড়ক, পূর্ত সড়ক, জনগণের ব্যবহৃত রাস্তা, সরকারি খাস জমি, খাল ইত্যাদির পার্শ্ববর্তী ফুটপাথ সহ নালা, প্রাকৃতিক ও অন্যান্য নালাগুলিতে বাধা, অবৈধ দখল, অবাঞ্ছিত প্রতিরোধ এবং অবৈধ নির্মাণের ফলে প্রবলভাবে জল প্রবাহ অবরুদ্ধ হয়ে শহুরে বন্যা ও জেলার বিভিন্ন স্থানে জল জমা হয়ে জনজীবনে মারাত্মক ভাবে অসুবিধার সৃষ্টি করে। তাই এতে জেলা আয়ুক্ত জানিয়েছেন যে যদি জাতীয় সড়ক, পূর্ত সড়ক, জনগণের ব্যবহৃত রাস্তা, সরকারি খাস জমি, খাল ইত্যাদির পার্শ্ববর্তী ফুটপাথ সহ নালা, প্রাকৃতিক ও অন্যান্য জল প্রবাহকারী নালার বাধা, অবৈধ দখল, অবাঞ্চিত প্রতিরোধ, অবৈধ নির্মাণ তাৎক্ষণিকভাবে অপসারণ, পরিষ্কার ও ভেঙ্গে ফেলা না হয় তবে তা থেকে বর্ষার মরশুমে জেলার বিভিন্ন স্থানে জমা জলের সমস্যায় স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হতে পারে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান জেলাবাসীকে জমা জলের সমস্যা থেকে রেহাই দিতে জেলার সংশ্লিষ্ট রাজস্ব চক্র আধিকারিক ও অন্যান্য বলবৎকারী সংস্থা, বিভাগ, পুর বোর্ড, উন্নয়ন সংস্থা, পূর্ত সড়ক, পূর্ত (এনএইচ), এনএইচআইডিসিএল, জল সম্পদ, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ইত্যাদি বিভাগের আধিকারিকদের সংশ্লিষ্ট ব্যক্তি, কর্তৃপক্ষ, সংস্থা ইত্যাদিকে আগে থেকে জানিয়ে ও সমন্বয় রক্ষা করে জাতীয় সড়ক, পূর্ত সড়ক, জনগণের ব্যবহৃত রাস্তা, সরকারি খাস জমি, খাল ইত্যাদির পাশের ফুটপাথ সহ নালা, প্রাকৃতিক ও অন্যান্য জল প্রবাহকারী নালা নর্দমার অবরোধ, অবৈধ দখল, অবাঞ্চিত বাধা সৃষ্টি ও অবৈধ নির্মাণ পরিষ্কার, অপসারণ ও ভেঙে ফেলার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
যেহেতু, শহুরে বন্যা ও জেলার জনগণকে এই সমস্যা থেকে রেহাই দিতে এই ব্যাবস্থা গ্রহণ খুবই জরুরি তাই এই কাজের বাস্তবায়নে হস্তক্ষেপ ও বাধা সৃষ্টি করলে তা পাবলিক সার্ভিসে বাধা সৃষ্টি হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট আইন ও ধারা অনুসারে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। জনগণের বৃহত্তর সুবিধার স্বার্থে এই নির্দেশ ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ধারা ৩০(২) উপ ধারা (৩), (৪), (৫), (৮), (৯), (১১), (২০), (২৩) ধারা ৩৪(কে), (এম) ধারা ৪১(সি) ধারা ৫১(এ) ও (বি) এর অধীনে জারি করা হয়েছে।