Barak Valley
করিমগঞ্জে নির্বাচনের কাজে নিযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিকট আত্মীয়দের রিপোর্ট করতে নির্দেশ
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ঘনিষ্ঠ এবং নিকট আত্মীয় যারা নির্বাচন সংক্রান্ত কোন সেল বা ভোট গ্রহণের দায়িত্ব ইত্যাদিতে রয়েছেন। তাদেরকে অতিসত্বর করিমগঞ্জের অতিরিক্ত আয়ুক্ত ও পার্সোনাল সেলের অফিসার ইনচার্জের কাছে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক। শুক্রবার জেলা নির্বাচন আধিকারিক এক আদেশ জারি করে অতিসত্বর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের পার্সোনাল সেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জানাতে নির্দেশ দিয়েছেন।