Barak Valley

করিমগঞ্জে বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন হাফিজ রশিদ

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বরিষ্ঠ আইনজীবি তথা করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী৷ সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিতদের খোঁজ নেন৷ করিমগঞ্জ টাউন কালিবাড়ি সংলগ্ন বিসর্জন ঘাটে এসে কুশিয়ারা নদীর বর্তমান জলস্তর দেখে বিভাগীয় কর্তাদের সঙ্গে রবিবার আলোচনা করেন হাফিজ রশিদ৷ কুশিয়ারার জল কমতে থাকায় বিপদের আশঙ্কা দূর হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন তিনি৷ এরপর শহরের ব্যবসায়িক এলাকা মদনমোহন রোডে বন্যায় দুর্ভোগের শিকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন৷ পরে চরবাজার ও শ্যামাপ্রসাদ রোডের ত্রাণ শিবিরে গিয়ে বন্যার্তদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন অসুবিধে সম্পর্কে অবগত হন৷ ত্রাণ শিবিরে যারা রয়েছেন, তারা যাতে প্রয়োজনীয় সামগ্রী লাভে বঞ্ছিত না হন, সে জন্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দুরভাসে যোগাযোগ করেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী৷ তাছাড়া করিমগঞ্জ ও হাইলাকান্দির বন্যাপীড়িতদের নিয়মিত খোঁজ নিয়েছেন এবং বন্যা পরবর্তী পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকবেন বলে কথা দেন রশিদ৷

Show More

Related Articles

Back to top button