করিমগঞ্জ শহর মণ্ডল কৃষক মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
করিমগঞ্জ : ভারতবর্ষের প্রতিটি এলাকায় কৃষকদের জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে যাতে মানুষ আরও বেশি করে কৃষিকাজে যুক্ত হতে পারেন। সেজন্য কৃষি বিভাগ অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তাকে সামনে রেখে আজ রবিবার করিমগঞ্জ শহর মণ্ডল কৃষক মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা বিজেপি কার্যালয়ে করিমগঞ্জ শহর মণ্ডল কৃষক মোর্চার সভাপতি সোমনাথ দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করে তাঁদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান বিজেপি কৃষক মোর্চার জেলা প্রভারী শ্যামল ভট্টাচার্য, বিজেপির শহর মণ্ডলের সভাপতি কিশোর দে, অনুপ সেন প্রমুখ।
নবগঠিত কমিটির পদাধিকারীরা যথাক্রমে সভাপতি সোমনাথ দাস, উপ-সভাপতি পদে পুলকরঞ্জন দাস ও রাজীব চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে প্রীতম দেব, সম্পাদক পদে সোনালী রায় ও সুজিত্ পাল, সোশ্যাল মিডিয়া ইনচার্জ পদে চমক পাল, মিডিয়া ইনচার্জ সুব্রত ভৌমিক, আইটি ইনচার্জ বিশ্বদীপ ঘোষ, অফিস সম্পাদক পদে দীপ ভৌমিক। এছাড়া কমিটিতে রয়েছেন বিশাল দেব, বিপ্লব চন্দ্র, দীপা নাথ, মনালিকা রায়, লাভলী রায় প্রমুখ।