Assam

ঘুষ নিতে গিয়ে ধৃত কর বিভাগের সহকারী কমিশনার

গুয়াহাটি : মহানগরের কর ভবন থেকে রাজ্যের এক সহকারী কর কমিশনারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করলেন দুর্নীতি দমন শাখার কর্মীরা৷ সরকারি সূত্র জানিয়েছে ফাঁদে ফেলেই ওই সহকারী কমিশনার মীনাক্ষী কাকতি কলিতাকে হাতেনাতে পাকড়াও করে ভিজিলেন্স দফতর৷ Online-এ GST-র অর্থ জমা না দিয়ে দীর্ঘদিন থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন এক ব্যবসায়ী৷ তাঁর GST পুনরায় সক্রিয় করার জন্য সহকারী কমিশনার ওই ব্যবসায়ীর কাছে অর্থ দাবি করেন৷ পরে ভিজিলেন্স দফতরের কাছে এ খবর যাওয়ার পরই তাঁরা কর ভবনে এসে হাতেনাতে পাকড়াও করেন মীনাক্ষী কাকতি কলিতাকে৷

এনিয়ে দুর্নীতি দমন শাখার একটি দল তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫,৩৭,৫০০ টাকা উদ্ধার করেছে৷ রাজ্যের দুর্নীতি দমন শাখা ট্যুইটার একাউন্টে এ খবর নিশ্চিত করা হয়েছে৷ বলা হয়েছে, ওই আধিকারিকের বিরুদ্ধে অভিযান এখনও চলছে৷

এদিনই একটি পৃথক অভিযানে দুর্নীতি দমন শাখার টিম ঘুস নেওয়ার কামরূপ জেলার নগরবেরা থেকে এক লাট মন্ডলকে হাতেনাতে পাকড়াও করে৷ ধৃত লাটমন্ডলের নাম মহেন্দ্র নাথ৷

Show More

Related Articles

Back to top button