চলতি শিক্ষাবর্ষেই শুরু হচ্ছে শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের যাত্রা
এ বার কলেজ চালু করছে সংঘ পরিবার
করিমগঞ্জ, ১৭মে : শিক্ষা জগতে নতুন পদক্ষেপ নিতে চলছে সংঘ পরিবার পরিচালিত শিক্ষা বিকাশ পরিষদ৷ সরস্বতী বিদ্যানিকেতনের পর এবার মহাবিদ্যালয় শুরু হতে চলেছে৷ কলা ও বাণিজ্য বিভাগে নেওয়া হবে ছাত্র৷ আপাতত লক্ষীচরণ রোডের হনুমান মন্দিরের পাশে অস্থায়ী ভবনে শুরু হবে কলেজ৷ আগামী দু’বছরের মধ্যে ধরকোণা এলাকায় নিজস্ব জমিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ কলেজ৷
শুক্রবার লক্ষীচরণ রোডের অস্থায়ী কলেজে সাংবাদিক সম্মেলন করে এ খবর জানিয়েছেন শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি নিখিলভূষণ দে, সম্পাদক নীহারেন্দু ধর সহ শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডাঃ কমলেশ দে ও সম্পাদক কানাইলাল দে৷ তারা বলেন, প্রথমে অস্থায়ী জমিতে শিশুনিকেতন ও সরস্বতী বিদ্যানিকেতন যাত্রা শুরু করে৷ তবে আমাদের প্রথম থেকেই আমাদের মহাবিদ্যালয় স্থাপনের চিন্তাভাবনা ছিল৷ বর্তমানে তা সার্থক হতে চলেছে৷
তিনি আরও জানান, চলতি বছর থেকেই লক্ষীচরণ রোডে অস্থায়ী ভবনে শুরু হবে শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের যাত্রা৷ আগামী দু’বছরের মধ্যে ধরকোণায় নিজস্ব জমিতে গড়ে উঠবে মহাবিদ্যালয়৷ পরে কলেজটি লক্ষীচরণ রোড থেকে সেখানে স্থানান্তরিত হয়ে যাবে৷ জাতীয় শিক্ষানীতি মেনেই পাঠদান চলবে৷ আপাতত কলা বিভাগে ১২০ ও বাণিজ্য বিভাগে ৮০টি আসনে ছাত্র ভর্তি করা হবে৷ দক্ষ শিক্ষক শিক্ষিকা দিয়ে পাঠদান করা হবে৷ ছাত্রদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় সদর্থক ভূমিকা পালন করবে ফলেও মন্তব্য করেন তাঁরা৷
এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন কলেজ অধ্যক্ষ ড. অনিরুদ্ধ সেন, সরস্বতী বিদ্যানিকেতন পরিচালন সমিতির সভাপতি সুবীরবরণ রায়, অধ্যক্ষ অঞ্জন গোস্বামী প্রমুখ৷