Barak Valley
ডক্টর ভূপেন হাজারিকা ভক্ত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন হারান দে
গুয়াহাটি পিএনসি ২২ মে – ভারতরত্ন ডঃ ভূপেন হাজারিকার কাজ কর্ম সমূহের প্রসার ও প্রচারের জন্য বুধবার এখানে ডঃ ভূপেন হাজারিকা ভক্ত সমিতি নামে একটি সংস্থা গঠিত হয়েছে।
জনসংযোগ বিভাগের প্রাক্তন যুগ্ম সঞ্চালক হারাণ দেকে সভাপতি এবং শিল্পী জুরি গোস্বামীকে সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সংস্থা র অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি কবিতা নাথ,দ্বীপেন কুমার শর্মা এবং স্বর্ণালী চৌধুরী; সহকারী সম্পাদক আইনজীবী শুভ্র জ্যোতি সরকার ঋতু নাহা ,জবা কলিতা এবং সর্বাণী গোস্বামী। অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে থাকছেন প্রাক্তন মন্ত্রী কুমার দীপক দাস ,বিশিষ্ট লেখিকা অনুরাধা শর্মা পূজারি ও বিশিষ্ট সাংবাদিক বৈকুণ্ঠ গোস্বামী।
ডক্টর ভূপেন হাজারিকা ভক্ত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন হারান দে