দুর্গতদের পাশে দাঁড়াল সর্বধর্ম সমন্বয় সভা
করিমগঞ্জ : সমাজে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ব স্থাপনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তেও মানুষের পাশে দাঁড়াল সর্বধর্ম সমন্বয় সভা৷ দীর্ঘ মেয়াদি এই বন্যায় বিগত কয়েকদিন থেকে সংস্থার পক্ষ থেকে নয়াবাজার, লক্ষীবাজার, চুরাইবাড়ি, লঙ্গাই, জাড়ুয়া, দুবাগ, বাঁশবাড়ি এলাকার নির্ধারিত পরিবারকে সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে বন্যাক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায়৷ সোমবারও সুতারকান্দি, জাড়াপাতা গ্রাম সহ স্থানীয় এলপি স্কুলের শরণার্থী শিবিরে জল বিশুদ্ধিকরণ পাউডার, কীটনাশক, বিস্কুট, পানীয় জল, চকলেট সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়৷ পাশাপাশি অসহায়দের প্রয়োজনীয় বস্ত্র সামগ্রীও তুলে দেওয়া হয়৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমির হোসেন, ইসরাজ হোসেন চৌধুরী, গুলজার হোসেন, ইমরান হোসেন, আবু আনসার সিদ্দিকী চৌধুরী প্রমুখ৷