Barak Valley

দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হব, দাবি কৃপানাথের

করিমগঞ্জ : শুক্রবার সকালে মা মায়ারানি মালা ও স্ত্রী নিভা মালাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রার্থী কৃপানাথ মালা৷ নিজগ্রাম বিদ্যানগরের ৬৫০ নং গঙ্গা হিন্দি এলপি স্কুলের ভোট কেন্দ্রে৷ এদিন সকালে স্বপরিবারে বাড়ির লাগোয়া দেবস্থানে পুজো দিয়ে মা ও স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে হাজির হয়ে অন্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়েন কৃপানাথ ও পরিবারের ভোটাররা৷ যথারীতি ভোট কেন্দ্রের নিয়ম অনুযায়ী প্রথমে নিজেদের voter slip সংগ্রহ করে voter register-এ সই ও আঙুলে কালি লাগিয়ে পৌছেন EVM machine-র কাছে৷ একে একে কৃপানাথ, তাঁর মা ও স্ত্রী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ভোট কেন্দ্র ত্যাগ করেন৷

মা, স্ত্রী সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিলেন সাংসদ প্রার্থী

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃপানাথ দৃঢ়তার সঙ্গে দাবি করেন-অন্তত দেড় লক্ষ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য তিনি সাংসদ নির্বাচিত হবেন৷ দিল্লিতে নরেন্দ্র মোদির ‘এবারও ৪০০ পার’-র শ্লোগানকে বাস্তবায়িত করতে সহযোগিতা করবেন৷ স্ত্রী নিভা মালার মন্তব্য, গত সংসদীয় নির্বাচনে যেভাবে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটাররা স্বামী কৃপানাথ মালাকে আশীর্বাদ দিয়েছিলেন, এবারও দেবেন৷ ফলে গত নির্বাচনে ৩৮ হাজার ভোট পেয়ে বিজয়ী হলেও এবার ব্যবধান থাকবে প্রায় দেড়লক্ষ ভোটের৷ কারণ এবার কৃপানাথের সঙ্গে রয়েছেন অগণিত ভোটার ও সংখ্যালঘু ভোটারের সমর্থন ও প্রয়াস৷

অন্যদিকে, এক প্রশ্নের জবাবে কৃপানাথ বলেন, বিজেপির সঙ্গে অন্য কোন প্রার্থীর শক্ত লড়াই হবে না৷ কারণ সাধারণ ভোটার জাতপাতের উর্ধ্বে উঠে এবার উন্নয়নের সঙ্গে রয়েছেন৷ সঙ্গে রয়েছেন বিজেপির৷ ফলে লড়াইয়ে ২য় বা ৩য় কে হবে, কংগ্রেস না UDF এই পরিসংখ্যান বা যোগ-বিয়োগ তারাই করবেন, যারা প্রতিযোগিতায় থাকবেন বলে ভাবছেন৷

Show More

Related Articles

Back to top button