Barak Valley
দোহালিয়ায় আটক কাঠ চোরাকারবারি বনদস্যু
পাথারকান্দি : দোহালিয়া ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা বুধবার রাতে তাজ উদ্দিন (২২) নামে এক বনদস্যুকে আটক করতে সক্ষম হন৷ ধৃত তাজ ডালুয়াছড়ার আব্দুল জলিলের পুত্র৷ জানা গেছে, বুধবার রাতে, CRPF ও বনকর্মীদের সঙ্গে নিয়ে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের অফিসার প্রণব কলিতা স্থানীয় ডালুয়াছড়া গ্রাম থেকে তাজকে আটক করতে সক্ষম হন৷ রেঞ্জার প্রণব কলিতা জানান, ধৃত তাজের বিরুদ্ধে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবাধে গাছ কেটে পাচারের অভিযোগ রয়েছে৷ বৃহস্পতিবার তাকে করিমগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়৷ অভিযানে ছিলেন, বনকর্মী দিলোয়ার হোসেন, প্রদীপ বারই, বদর উদ্দিন প্রমুখ৷