Barak Valley

দোহালিয়ায় সেগুন কাঠ বাজেয়াপ্ত

দোহালিয়া : পাচারের পথে মিনি লরি বোঝাই ৯টি সেগুন কাঠের লগ বাজেয়াপ্ত করলেন দোহালিয়া ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা৷ গোপন সূত্রের খবরের ভিক্তিতে রবিবার রাতে রেঞ্জ অফিসার প্রণব কলিতার নেতৃত্বে বনকর্মী দিলোয়ার হুসেন চৌধুরী, প্রদীপ বারই সহ প্রটেকশন টিমের কর্মীরা নারাইনপুর পাহাড়ি পথে অভিযান চালিয়ে কাঠ বোঝাই মিনি লরি বাজেয়াপ্ত করেন বনকর্মীরা৷ অভিযানের আঁচ পেয়ে লরি (AS-24 AC-4810) রেখে পালিয়ে যায় পাচারকারীরা৷ পরে কাঠ বোঝাই লরি বাজেয়াপ্ত করেন বন কর্মীরা৷ লরি থেকে প্রায় ৬৯ CFT কাঠ বাজেয়াপ্ত করা হয়৷ বাজেয়াপ্ত কাঠের মূল্য ৯০ হাজার টাকা হবে৷ কাঠ সহ লরিটি বর্তমানে দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রয়েছে৷ লরি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন রেঞ্জকর্তা প্রণব কলিতা৷

Show More

Related Articles

Back to top button