Assam

ধুবড়িতে ঘুস নিতে গিয়ে গ্রেফতার ডিএফও সহ ২ বনকর্মী

ধুবড়ি : এবার ঘুস নিতে গিয়ে ধরা পড়লেন বন দফতরের এক আধিকারিক৷ ধৃত আধিকারিক ধুবড়ি জেলার DFO. একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ শাখার আচমকা হানায় বন দফতরের আরো দু’জন কর্মচারী গ্রেফতার হয়েছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ধুবড়ি বন দফতরে বিভিন্ন আর্থিক অনিয়ম হচ্ছিল৷ তাদের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিভাগীয় অভিযোগ দাখিল করেন৷ তাই ওই কার্যালয়ে বৃহস্পতিবার দুর্নীতি প্রতিরোধ শাখার এই অভিযান চলে৷ ধৃতের নাম হচ্ছে ধুবড়ির DFO. বিনোদ কুমার পায়ং, কার্যালয়ের জিয়াউল ইসলাম ও শাহবাজ সুলতান৷

Show More

Related Articles

Back to top button