পাথারকান্দিতে দ্বারোদঘাটিত সিপিআইএম-এর নবনির্মিত কার্যালয় ভবন
পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি হাসপাতাল রোডে দ্বারোদঘাটন করা হয়েছে সিপিআইএম-এর বহু প্রতীক্ষিত কার্যালয় ভবন। নির্ধারিত সূচি অনুযায়ী সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রবিবার পাথারকান্দি লোকাল কমিটির নবনির্মিত কার্যালয় ভবনের দ্বারোদঘাটন করেছেন দলের অসম রাজ্য সম্পাদক মণ্ডলির সদস্য নির্মল দে।
কার্যালয় ভবনটি নির্মাণে মোটা অঙ্কের অনুদান দিয়েছেন পার্টি সদস্য বড়াচাউবা সিংহ ও তাঁর স্ত্রী শেফালী সিংহ। তাঁদের দানে পার্টির অফিস ভবন নির্মিত হয়েছে। আজকের দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক পরিতোষ দাশগুপ্ত, রাজ্য কমিটির সদস্য রেজামন্দ আলী বড়ভুইয়াঁ, কাছাড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সমীরণ আচার্য, হাইলাকান্দি জেলা সম্পাদক অধীর নাথ, পাথারকান্দি উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক মহীতোষ ভট্টাচার্য, প্রতুল নাথ সহ ভবন নির্মাণে আর্থিক সহায়তাকারী পার্টি সদস্য ও পাথারকান্দির বিশিষ্ট নাগরিক বড়াচাউবা সিংহ, তাঁর স্ত্রী শেফালী সিংহ, সিপিআইএম-এর করিমগঞ্জ জেলা কমিটির সদস্য-সদস্যা এবং বৃহত্তর পাথারকান্দি অঞ্চলের দলীয় সদস্য-সদস্যা, সমর্থক এবং পাথারকান্দির বাম মতাদর্শী বিশিষ্ট নাগরিকরা। এই ভবনটিকে পাথারকান্দি অঞ্চলের কৃষক আন্দোলনের শহিদ নেতা চান্দবাবু সিংহের নামে উত্সর্গিত।
নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। দলের করিমগঞ্জ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৃপেশ দাশগুপ্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য পেশ করেছেন সিপিআইএম-এর করিমগঞ্জ জেলা সম্পাদক পরিতোষ দাশগুপ্ত, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল, দলের অসম রাজ্য কমিটির সদস্য রেজামন্দ আলি বড়ভুইয়াঁ, কাছাড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সমীরণ আচার্য, হাইলাকান্দি জেলা সম্পাদক অধীর নাথ, সিআইটিইউ করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক তরুণ গুহ, সারা ভারত কৃষক সভার করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক কালিপদ নাথ, বড়াচাউবা সিংহ প্রমুখ।