Barak Valley
পাথারকান্দির রাধাপ্যারী বাজারে সড়ক দুর্ঘটনা
পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার রাধাপ্যারী বাজারে এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সৌভাগ্যবলে ভয়ংকর বিপদ থেকে রক্ষা পেয়েছে সংলগ্ন একটি বসতবাড়ি।
ঘটনা আজ রবিবার সকালে রাধাপ্যারী বাজার এলাকায় জাতীয় সড়কের একটি সেতুর ওপর সংঘটিত হয়েছে দুৰ্ঘটনাটি। একটি ছয় চাকার খালি ডাম্পার দুরন্ত গতিতে করিমগঞ্জ থেকে লোয়াইরপোয়ার দিকে যাচ্ছিল। আচমকা ডাম্পারটি সেতুর অ্যাপ্রোচে রেলিং ভেঙে নীচে পড়ে যায়। পাশেই ছিল একটি বসতবাড়ি। ডাম্পারটি সেতুর রেলিঙে ধাক্কা লেগে পড়ে যাওয়ায় রক্ষা পেয়েছেন বসতবাড়ির ভিতরে নিদ্রাচ্ছন্ন গৃহকর্তা ও তার পরিবার। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে দুর্ঘটনার পর ডাম্পারের চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাম্পারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।