Barak Valley

বদরপুরে ড্রাগস সহ গ্রেফতার দুই যুবক

বদরপুর : ড্রাগস কিনতে এসে রেলপুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই যুবক । ঘটনা করিমগঞ্জের বদরপুরের । আজ শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে । ধৃত দুই যুবক হাফলং এর বাসিন্দা আটক হওয়া দুই যুবক এন্ডিং লামো এবং লামসং পো বলে জানা গেছে ।

রেলপুলিশ সূত্র জানা গেছে যে, বদরপুর থানা সংলগ্ন মাদ্রাসার সামনে থেকে ১২ টি কন্টেইনার ভর্তি ড্রাগস ক্রয় রেলপথে হাফলং যাওয়ার জন্য বদরপূর স্টেশনে প্রবেশ করে দুই যুবক ।

কিন্তু স্টেশনে ঘোরাফেরা করার সময় তাদের দুইজনের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের । এরপর দুইজনকে আটক করে প্রাথমিক ভাবে ব্যাগে তল্লাশিন করলেই উদ্ধার হয় ড্রাগস ভর্তি কন্টেনার গুলি ।

বদরপুর রেলপুলিশের জনৈক আধিকারিক জানান, ধৃত দুই যুবককে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাদের সঙ্গে আর কে বা কাহার জড়িত রয়েছে সেই দিকটা খতিয়ে দেখা হচ্ছে । তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে ।

Show More

Related Articles

Back to top button