ENTERTAINMENT

বাগদান সেরে রাঘব – পরিণীতি এখন রাঘনীতি!

নিজস্ব প্রতিবেদক : গোপন প্রেম – প্রণয়ের সম্পর্ক প্রকাশ্যে এনে পরিণয়ে রূপ দিতে তারা বাগদান সারলেন। বলা হচ্ছে বলিউড তারকা পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা’র কথা। তারা অবশেষে ভালোবেসে বাগদান পর্ব সারলেন। শনিবার (১৩ মে) দিল্লির সরকারি আবাসনেই পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে আংটিবদল করলেন এই বলিউড সুন্দরী ও ভারতের তরুণ রাজনীতিবিদ। অবশ্য, রাজনৈতিক নেতা এবং বলিউড নায়িকার এই প্রেম সম্ভবত খুব নতুন নয়। দু’জনে একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, তাদের লন্ডনে পড়াকালীন সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন। কিছু কিছু ক্ষেত্রে দু’জনের মিল তাদের পরস্পরকে কাছে টেনেছিল। কিছুদিন আগেই মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরাঁয় লাঞ্চের জন্য যান তারা। আর এতেই প্রেমের জল্পনা জোরালো হয়।

সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়। বিয়ে করলে সেই খবর জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন এই রাজনীতিবিদ। অবশ্য তিনি না জানালেও এমন খবর কি আর চাপা থাকে ? শনিবার থেকেই রাঘবের বাড়িতে ছিল সাজ সাজ রব। একে একে রাঘবের বাড়িতে এসে পৌঁছান অতিথিরা। সবার সামনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন রাঘব – পরিণীতি মানে রাঘনীতি।

Show More

Related Articles

Back to top button