Barak Valley
ভটেরচকে বজ্রপাতে চাষির মর্মান্তিক মৃত্যু
কাটিগড়া : বজ্রপাতে কেড়ে নিল কাটিগড়ার এক চাষির তাজা প্রাণ৷ ঘটনাটি ঘটে কাটিগড়া বিধানসভা এলাকার লেভারপুতার ভটেরচক গ্রামে৷ জানা গেছে, সোমবার বিকেলে লেভারপুতা এলাকার ভটেরচক গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাস (৪৩) নামের এক চাষি মাঠ থেকে গরু আনতে যান৷ ওই সময় আচমকা বজ্রপাত হয়৷ এতে গরু সহ তাঁর মৃত্যু ঘটে৷ মৃত পরেন্দ্রর প্রাথমিক তদন্ত সেরে শিলচর মেডিক্যালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন কাটিগড়া সার্কল অফিসার ড. রোবার্ট টোলর৷ মৃতদেহ মেডিক্যালে রয়েছে বলে জানা গেছে৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷