Barak Valley
ভূপেন হাজারিকা ফ্যানস সংস্থার অনুষ্ঠান রবিবার
শিলচর, পিএনসি, ৩০মে– বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি সুকান্ত ভট্টাচার্য ও সুধা কন্ঠ ভূপেন হাজারিকার স্মরনে আগামী রবিবার ২ রা জুন শিলচরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এটি অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটা ত্রিশ মিনিটের সময় ইলোরা হেরিটেজ হলে। এটির উদ্বোধনীতে উপস্থিত থাকতে পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং যূগশঙখ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণ নাথ কে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে ড ভূপেন হাজারিকা ফেনস সংস্থা । এতে উপস্থিত থাকতে সংস্থার সভাপতি হারাণ দে এবং উপ সভানেত্রী কবিতা নাথ ও স্বর্ণালী চৌধুরী সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।