National

মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে সিকিমে নিখোঁজ ২৩ সেনা জওয়ান

গুয়াহাটি: প্রকৃতির দুর্যোগউত্তর সিকিমের লোনাক হ্রদে হঠাত্‍ করে মেঘ ভাঙা বৃষ্টি আর হড়পা বানের কারণে তিস্তা নদীর জলস্তর বেড়ে প্রচুর এলাকা প্লাবিত হয়েছে, বিনষ্ট হয়েছে। এবং এতে ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সেনা-জওয়ানদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে খুব শীঘ্রই। জানা গিয়েছে , মঙ্গলবার রাত ১টা নাগাদ হড়পা বানের কবলে পড়ে যান আকস্মিকভাবে ২৩ জন সেনা জওয়ান।

Show More

Related Articles

Back to top button