রাতাবাড়িতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি
রামকৃষ্ণনগর : রাতাবাড়ি থানা এলাকাধীন বড়গুল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত সারিমূল হকের বসতবাড়ি৷ শুক্রবার আনুমানিক দুপুর দু’টা নাগাদ বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়৷ শুক্রবার স্থানীয় হাটবার থাকার কারণে বাড়ির পুরুষরা সবাই রাতাবাড়ি বাজারে ছিলেন৷ হঠাৎ আগুনের লেলিহান শিখা বাড়ির মহিলাদের নজরে আসে৷ মহিলাদের চিৎকারে আশপাশের লোকেরা জমায়েত হওয়ার আগে আগুন গোটা বাড়ি গ্রাস করে ফেলে৷ খবর পেয়ে রামকৃষ্ণনগর অগ্নিনির্বাপক বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়৷ স্থানীয় জনগণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোটা বাড়ি পুড়ে যায়৷
সারিমুল হকের নিকটাত্মীয় হেলাল আহমদ জানান, ঘরের আসবাবপত্র সহ একশো মনের মতো ধান, নগদ অর্থ, সোনা ইত্যাদি পুড়ে ছাই হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকার হবে বলে অনুমান করা হচ্ছে৷ এলাকার জনগণের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন রাতাবাড়ি থানা থেকে অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি দু’টি সরিয়ে না নিলে কম সময়ের মধ্যে আগুন আয়ত্ত্বে আনা সম্ভব হতো৷