Barak Valley

রামকৃষ্ণনগরে বিলুপ্তপ্রায় লিজার্ড উদ্ধার

রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগরে প্রকাশ্য রাস্তার পাশে মিলল বিলুপ্তপ্রায় একটি প্রাণী৷ অবশেষে বহু কসরত করে এই প্রাণীকে উদ্ধার করতে সক্ষম হয় বন বিভাগ৷ রামকৃষ্ণনগর কলেজ ও সরস্বতী বিদ্যামন্দিরে যাওয়ার পথে পাশের নালা থেকে একটি প্রাণী দেখতে পান মুজিবুর রহমান ও অনিমেষ পাল নামের স্থানীয় যুবক৷ খবর চাউর হওয়া মাত্রই সেই প্রাণী দেখতে কৌতুহলী মানুষের ভিড় জমে যায়৷ স্থানীয়রা খবর দেন দোহালিয়া বন বিভাগকে৷ খবর পাওয়া মাত্র বিভাগীয় কর্মীরা প্রাণীটি আটক করতে সক্ষম হন৷ বন বিভাগ জানায়, প্রাণীটি ‘লিজার্ড’৷ এটি সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে৷ আর ঠান্ডা জায়গায় থাকতে স্বাচ্ছন্দবোধ করে৷ বিষাক্ত হলেও সহসা কাউকে আঘাত করে না৷ জনবহুল এলাকায় এই ধরনের প্রাণী মাঝে মধ্যেই দেখা যাচ্ছে, সেটা রহস্যের৷ অনেকের মতে বনজঙ্গল দ্রুত উজাড় হয়ে যাওয়ার ফলে এ জাতীয় প্রাণী লোকালয়ে আশ্রয়ের ও খাবারের সন্ধানে আনাগোনা করে৷

Show More

Related Articles

Back to top button