Barak Valley

রামমন্দির প্রতিষ্ঠা‌কে কেন্দ্র ক‌রে অকাল দীপাবলি পাল‌নের প্রস্তু‌তি করিমগঞ্জের সলগই বাজা‌রে

বাজারিছড়া : অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা‌কে কেন্দ্র ক‌রে পুজার্চনা সহ অকাল দীপাবলি পাল‌নের জোর প্রস্তু‌তি নেওয়া হচ্ছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন সলগই বাজা‌রে।

আগামী ২ জানুয়া‌রি উত্তরপ্রদে‌শের অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র ক‌রে গোটা দেশ উত্‍সবের মেজাজে। দে‌শের প্রায় প্রতি‌টি মঠ-ম‌ন্দির দেবালয়‌কে ঝে‌ড়েমুছে প‌রিষ্কার ক‌রে আলোকসজ্জায় সজ্জিত করার কাজ চল‌ছে। এর সা‌থে পাল্লা দি‌য়ে নির্ধা‌রিত দি‌নে পাথারকা‌ন্দির লোয়াইর‌পোয়া ব্ল‌কের হা‌তি‌খিরা গ্রাম পঞ্চায়েতর সলগই বাজারে অবস্থিত রামজানকি ম‌ন্দি‌রে দিনভর পূজার্চনা ও মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যা য় অকাল দীপাব‌লি উত্‍সবে মেতে‌ছেন স্থানীয়রা।

গত কয়‌দিন ধ‌রে ওই ম‌ন্দি‌রকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে আলোজসজ্জায় সা‌জি‌য়ে তোলার কাজ চলছে। ইতিম‌ধ্যে ম‌ন্দির চত্বর প‌রিষ্কার ক‌রে ম‌ন্দি‌রে নতুন রং দেওয়ার কাজও সম্পন্ন হয়ে‌ছে। মন্দির কমিটির পদাধিকারীরা জানান, দিনরাত এক ক‌রে কাজ চল‌ছে। স্থানীয় যুব‌করা সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন। আগামী ২২ জানুয়া‌রি সোমবার সকাল থে‌কে শুরু হ‌বে ভজন-কীর্তন সহ মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যাায় ১,০০১টি মা‌টির প্রদীপ সহ মঙ্গলদ্বীপ প্রজ্বলন হবে। পাশাপা‌শি থাকবে বাহা‌রি সা‌জের কলাগা‌ছের গেট ও টু‌নি‌সে‌টের সাজসজ্জা। মূল গে‌টে বসা‌নো হ‌বে প্রভু রা‌মের সু‌বিশাল কাটআউট। এতে সক‌লের উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন স্থানীয়রা।

Show More

Related Articles

Back to top button