Barak Valley

শিশুকন্যা দিবস উপলক্ষে রবীন্দ্রসদনে আইনি সচেতনতা সভা

করিমগঞ্জ : আন্তর্জাতিক শিশুকন্যা দিবসের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার রবীন্দ্রসদন কলেজে করিমগঞ্জ DLSA একটি আইনি সচেতনতা সভার আয়োজন করে৷ সভার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম জুডিশিয়াল সার্ভিসের সেক্রেটারি এম বোড়ো৷ এদিন তিনি শিশুকন্যার জীবনে সংঘটিত বিভিন্ন জঘন্য ঘটনার বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি বলেন, একটি মেয়ে অত্যাচারিত হলে কেবলমাত্র সেই নির্যাতিত মেয়েটির পরিবার আইন সম্পর্কে অজ্ঞ থাকার দরুন দুষ্কৃতীরা সমাজে অবাধে চলাফেরা করে৷ পাশাপাশি সমাজে কন্যাভ্রুণ হত্যার মতো জঘন্য সামাজিক ব্যাধি নিয়েও তিনি তাঁর মতামত ব্যক্ত করেন৷ এদিন এ ধরনের একটি আইনি সচেতনতা সভা আয়োজন করার জন্যে DLSA-কে ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস৷ বলেন, আমাদের জীবনের সঙ্গে আইন অঙ্গাঙ্গীভাবে জড়িত৷ বিশেষ করে সমাজের সর্বস্তরে যেভাবে প্রতিনিয়ত শিশু কন্যারা নির্যাতনের শিকার হচ্ছে তাতে করে আইনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ সুতরাং একটি মেয়েকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে তাকে আইন সম্পর্কে সচেতন হতেই হবে৷ উপস্থিত ছিলেন কলেজের সকল অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রীরা৷

Show More

Related Articles

Back to top button