Barak Valley

সাব ইন্সপেক্টরকে সংবর্ধনা

বদরপুর : সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থার করিমগঞ্জ ঘোড়ামারা আঞ্চলিক আমসু কমিটির এক প্রতিনিধি দল সহ এক নিউজ পোর্টালের পরিচালন অধিকর্তা কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে নবনিযুক্ত সাব ইন্সপেক্টর জয়োতিশকুমার নাথকে সংবর্ধনা জানান৷ নবাগত ইনচার্জ কালীগঞ্জকে দুর্নীতি মুক্ত করে একটি শান্তশিষ্ট এলাকা রুপে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন৷ এছাড়াও সমাজকে দুষ্কৃতীমুক্ত করতে আমসু সর্বদা কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন সংগঠনের কর্মকর্তারা৷

Show More

Related Articles

Back to top button