Barak Valley
সোমবার হাইলাকান্দিতেও ড্রাই ডে,মাছ মাংস বিক্রি নিষিদ্ধ
হাইলাকান্দি : রাজ্য সরকার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি সোমবার রাজ্যের হাট বাজারে মাছ মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সোমবার দিন ড্রাইডে ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জেলার হাট বাজার গুলিতে সোমবার দিন বিকেল চারটা পর্যন্ত মাছ মাংস বিক্রি করা যাবে না বলে ঘোষনা করা হয়েছে।
এছাড়া জেলার হোটেল গুলিতেও সোমবার কোন ধরনের আমিষ খাদ্য বিক্রি ও পরিবেশন নিষিদ্ধ থাকবে। উল্লেখ্য সোমবার জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং লাইসেন্স প্রাপ্ত মদের দোকান সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।