Barak Valley
স্বল্প গাঁজা সহ আটক অসমের এক যুবক
চোরাইবাড়ি : প্রায় ২ কেজি গাঁজা সহ আটক অসমের এক সন্দেহ ভাজন যুবক৷ ঘটনা চোরাইবাড়ি থানাধীন বালিছড়া ইটভাট্টা সংলগ্ন এলাকায়৷ থানার ওসি সমরেশ দাস জানান, বুধবার সন্ধ্যা ৫:৩০টা নাগাদ থানা এলাকার বালিছড়া ইটভাট্টা সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত যুবক ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনদের সন্দেহ হয়৷ পরে তারা চোরাইবাড়ি থানায় বিষয়টি জানালে পুলিশ তড়িঘড়ি সেখানে ছুটে যায় এবং সন্দেহভাজন যুবককে আটক করে থানায় নিয়ে আসে৷ পরে তাকে তল্লাশি করে ১.৯০০ গ্রাম গাঁজা জব্দ করে৷ যার কালোবাজারি মূল্য ৩০ হাজার টাকা৷ এদিকে, আটক যুবকের নাম আচার উদ্দিন (৩৫), পিতা মৃত জামাল উদ্দিন৷ তার বাড়ি অসমের বঙ্গাইগাঁও জেলার তিলপুকুরি গ্রামে৷ তার বিরুদ্ধে NDPS আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে থানায়৷ আগামীকাল তাকে জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি৷