Barak Valley

বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জের ফুলকান্দি সীমান্তে বিএসএফ-এর অভিযানে উদ্ধার পাঁচটি মহিষ

করিমগঞ্জ, ২৭ মার্চ : করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফুলকান্দি থেকে বিএসএফ-এর অভিযানে পাঁচটি মহিষ উদ্ধার হয়েছে । সোমবার বাংলাদেশে পাচারের পথে গরুগুলি উদ্ধার করেছে বিএসএফ-এর ১৩৪ নং বাহিনী ।

নির্দিষ্ট সূত্রে প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে সোমবার সীমান্ত এলাকায় তালাশি চালায় বিএসএফ-এর টহলদারি দল। এক সময় সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয় মহিষগুলি । তবে মহিষ পাচারের সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, মহিষগুলি সীমান্ত টপকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের । তবে বিএসএফ জওয়ানদের তত্‍পরতায় পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। এরপর অনুসন্ধান চালিয়ে উদ্ধার করা হয়েছে পাঁচটি মহিষ । উদ্ধারকৃত পাঁচটি মহিষের বাজারমূল্য ২.৪ লক্ষ টাকা বলে জানা গেছে ।

Show More

Related Articles

Back to top button