Assam
অসমের গোয়ালপাড়ায় দুর্ঘটনাগ্রস্ত পশ্চিমবঙ্গের তীৰ্থযাত্ৰীর বাস, আহত ২৭

গোয়ালপাড়া, ৮ এপ্রিল : অসমের গোয়ালপাড়া জেলায় দুর্ঘটনার শিকার হয়েছে পশ্চিমবঙ্গের এক দল তীৰ্থযাত্ৰীর বাস। এ খবর লেখা পর্যন্ত দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে এক দল তীর্থযাত্রী ডব্লিউবি ৭৬ এ ৬২০৫ নম্বরের একটি বাসে করে গুয়াহাটির কামাখ্যাধামের উদ্দেশ্যে আসছিলেন। কিন্তু গোয়ালপাড়ার রংজুলি থানাধীন পাটিয়ার পাড়ায় ১৭ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে গিয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। ফলে বাসের প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন। আহত সকলকে রংজুলি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে, জানিয়েছে পুলিশের সূত্রটি।
তবে বাসের তীর্থযাত্রীরা পশ্চিমবঙ্গের কোথা থেকে আসছিলেন, বা তাঁদের নাম-ধাম ইত্যাদি সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি পুলিশের সূত্র।