Updates

করিমগঞ্জে ‘আমসু’র বিনামূল্যে চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া।

সুস্মিতা দাস, নিউজ বেঙ্গল 365 করিমগঞ্জ: বরাক উপত্যকার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের অন্যতম নিউরো চিকিৎসক সম্বুদ্ধ ধর আজ রবিবার আছিমগঞ্জ এম,ভি স্কুল প্রাঙ্গনে দিনভর ব্যাপী ১২২ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা করলেন। ছাত্র সংগঠন ‘আমসু’র করিমগঞ্জ জেলা কমিটি ও নর্থ ইষ্ট ইন্সটিটিউট অফ নিউরো সাইন্স (নেইন্স) এর ব্যবস্থাপনায় বিনামুল্যে এই নিউরো চিকিৎসা শিবিরের শুরুতেই শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান বিখ্যাত চিকিৎসক সম্বুদ্ধ ধরকে আমসুর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতারের নেতৃত্বে আমছুর করিমগঞ্জ জেলা কমিটির পক্ষে মোঃ সালমান, ওয়াহিদুজ্জামান, আছিমিয়া এম ভি স্কুলের প্রধান শিক্ষক সামছুল হক, কবি আছহাব উদ্দিন তালুকদাররা ড. সম্বুদ্ধ ধরকে ফুলের তোড়া, অসমিয়া গামছা, রৌপ্য কলম সহ আছহাব উদ্দিন তালুকদারের সদ্য প্রকাশিত ‘ঐচিত্যবোধ’ এই চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয়।

পরে এনিয়ে কথা বলতে গিয়ে সাদিক আখতার বলেন, ‘গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃস্থ যারা অর্থের অভাবে জেলা সদর পেরিয়ে শিলচর মেডিক্যাল কলেজে যাওয়া সম্ভব হচ্ছে না মূলতঃ তাদের জন্যই আমসুর বিনামূল্যে এই শিবির’। এতে তিনি বিশিষ্ট চিকিৎসক সম্বুদ্ধ ধরের বিশেষ অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক সম্বুদ্ধ ধর বলেন, ‘এ পর্যন্ত অসমের পাশাপাশি ত্রিপুরা ও মিজোরামে এধরণের প্রায় ১৫/১৬ টি শিবির সম্পন্ন হয়েছে। এতে যথেষ্ট সাড়া ও পাওয়া যাচ্ছে’। উক্ত শিবিরে আজ দিনভর ব্যাপী মোট ১২২ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয়।

চিকিৎসকের সঙ্গে নেইন্স গ্রুপের পক্ষে শিবির পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন মার্কেটিং একজিকিউটিভ বিশু দেব, ফার্মাসিষ্ট বনো দেব, সোম দুবে, পিটি মুজাহিদুল ইসলাম, রুতি রাঙ্কল। পাশাপাশি এনসিবি টেষ্ট, ইইজি টেষ্ট, ব্লাড টেস্ট ও সুগার টেষ্ট করা হয়। শেষে স্থানীয়দের পক্ষ থেকে শিক্ষক বিলাল আহমেদ, নিলামবাজার বারোপুঞ্জি এম,ই স্কুলের শিক্ষক জহিরুল আলম, নমিতা দাস, মনির উদ্দিনরা চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

newsbengal365 #Karimganj #assam #AAMSU

Show More

Related Articles

Back to top button