Barak Valley

আফজল খুন তদন্তের সাক্ষ্যদান ১৯ জুন

জনসংযোগ, হাইলাকান্দি, ১৫ জুন : হাইলাকান্দি শহরের এস এস রোডে গত ২৭ মে তারিখে উধারবন্দ থানার দুর্গানগর চতুর্থ খন্ডের আলাউদ্দিন বড়ভূঁইয়ার পুত্র আফজল হোসেন বড়ভূঁইয়ার নিহত হওয়া সম্পর্কে ম্যাজিস্ট্রেট পর্যায়ের সাক্ষ্যদান আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে। তদন্তকারী ম্যাজিস্ট্রেট অমিত পারবসা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই ঘটনার প্রত্যক্ষদর্শী বা নিহত আফজল হোসেনের কোন নিকট আত্মীয় কোন সাক্ষ্য দিতে চাইলে আগামী ১৯ জুন বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাইলাকান্দির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অবস্থিত তাঁর (অমিত পারবসা)কার্যালয়ে সাক্ষ্য দেওয়া যাবে।

Show More

Related Articles

Back to top button