এবার আসছে ৭৫ টাকার কয়েন

নয়াদিল্লি, সংবাদ সংস্থা : নোটবন্দি আর নোট চালু, এই নিয়েই এখন কথা। এবার ২০০০ এর নোট বন্দীর পর বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন।
এই বিষয়ে বিবৃতি জারি করে তথ্য দিয়েছে অর্থ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখার জন্য ৭৫ টাকার কয়েন বাজারে আনছে ভারত সরকার।
স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতেই এই কয়েন আনা হচ্ছে। ৭৫ বছর স্বাধীনতায় ৭৫ এর কয়েন।
উল্লেখযোগ্য যে, আগামি ২৮ উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন।কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭৫ টাকার কয়েনটি বৃত্তাকার হবে। ব্যাস ৪৪ মিলিমিটার।
কয়েনে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, পাঁচ শতাংশ নিকেল, পাঁচ শতাংশ দস্তার সংমিশ্রণ থাকবে।
ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী, ওই ৭৫ টাকার কয়েন ওজন হবে প্রায় ৩৫ গ্রাম।
অর্থ মন্ত্রকের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, ৭৫ টাকার কয়েনের সামনের দিকে মাঝখানে অশোক স্তম্ভের সিংহের মুখ থাকবে। নীচে থাকবে ‘সত্যমেব জয়তে’। বাঁ-দিকে দেবনাগরী হরফে লেখা থাকবে ‘ভারত’। আর ডানদিকে ইংরেজিতে India লেখা থাকবে।
আর কয়েনে লেখা থাকবে ‘Parliament Complex’ বা সংসদ ভবন।বর্তমান সংসদ ভবনের লোকসভায় ৫৪৩ জন ও রাজ্যসভায় ২৫০ জন বসতে পারেন। নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন, রাজ্যসভায় ৩০০ জন সংসদ সদস্য বসতে পারবেন।